জবি শিক্ষার্থীদের বাংলা ব্লকেড: কাফনের কাপড় পরে ঢাকা জিরো পয়েন্ট

কোটাবিরোধী আন্দোলনে ‘বাংলা ব্লকেড ’ কর্মসূচিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে গুলিস্তান জিরো পয়েন্টে (জিপিও মোড়) অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন প্রতিবাদী কবিতা, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।,সোমবার (০৮ জুলাই) বিকাল ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা গুলিস্তানের দিকে অগ্রসর হয়। মিছিল তাঁতিবাজার মোড়ের আসলে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করে।
পুলিশের বাঁধা উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টায় গুলিস্তান জিপিও মোড়ে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায়। এ সময় জিপিও মোড়ে অবস্থিত সচিবালয়ের পার্শ্ববর্তী রাস্তাসহ আশপাশের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত জবি শিক্ষার্থীরা জিপিও মোড়ে অবস্থান করছে।এ সময় কয়েকজন শিক্ষার্থী কাফনের কাপড় গায়ে জিপিও মোড়ে বসে যায়। এভাবে কোটা পুনর্বহালের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পড়ে আন্দোলন করতে থাকব। কোটা প্রথার জন্য আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো বাংলাদেশের সকল চাকরিতে শুধু প্রতিবন্ধী কোটা রেখে সকল কোটা বাতিল করতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫