|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০২:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৩ ০১:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না কেউ: এ আরাফাত


বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে  আওয়ামী লীগের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না কেউ: এ আরাফাত


ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। 

বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে, নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।  গতকাল বুধবার (১২ জুলাই) রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ কথা বলেন তিনি।


মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আমি শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের সব সমস্যার কথা শুনতে এসেছি। ভাষানটেক এলাকায় আপনারা যারা পুনর্বাসন চান, আমি নির্বাচিত হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সব সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।’


তিনি বলেন, ‘পশ্চিম ভাষানটেক বস্তি এলাকায় জলাবদ্ধতা এবং বাসস্থানের সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।’মোহাম্মদ এ আরাফাতল বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। 

ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেবো।’এ সময় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫