|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৪:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মে ২০২৪ ১২:০০ অপরাহ্ণ

কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার


কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

শনিবার, ১১ মে ২০২৪ ইং ১২:০২ পিএম.

 

কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১০ মে ২০২৪ চিলমারী থানাধীন মাটিকাটা মোড়স্থ ঢাকা বাস ট্রার্মিনাল থেকে ২ জন মাদক কারবারি ফুলবাড়ী থানার চর গোরক মন্ডল (আনন্দবাজার) গ্রামের মোঃ রাজু মিয়া (৩২) এবং একই থানাধীন গোরক মন্ডল (নামাটারি) গ্রামের মোঃ মিজানুর রহমান (২৪) দ্বয়কে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫