ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল বুধবার (৩১ জুলাই) 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করেছেন। নিহত, গণগ্রেপ্তার, মামলাসহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেন।
জানা যায়, কর্মসূচি পালনের জন্য দুপুর আড়াইটার দিকে শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে আন্দোলনকারীরা জেলা জজ কোর্ট প্রাঙ্গণে যেতে থাকে।
আন্দোলনকারীরা এলজিইডি ভবনের পাশে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে জজ কোর্ট প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা। তখন তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫