|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০৮:২৩ অপরাহ্ণ

সরকারি চাকরিজীবীদের মে মাসে দুই দফায় টানা ৬ দিনের ছুটি


সরকারি চাকরিজীবীদের মে মাসে দুই দফায় টানা ৬ দিনের ছুটি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মে মাসে দুই ধাপে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা টানা ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সরকারি ছুটির প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার (২ মে) ও শনিবার (৩ মে) যুক্ত হয়ে টানা তিনদিনের ছুটি মিলবে।
 

এরপর মে মাসেই দ্বিতীয়বার তিন দিনের ছুটির সুযোগ আসছে। ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি রয়েছে। তার আগের দুইদিন (৯ ও ১০ মে) যথারীতি সাপ্তাহিক ছুটি হওয়ায় আবারও টানা তিনদিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
 

উল্লেখ্য, এর আগে গত ঈদুল ফিতরে সরকার আগেই ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে ৩ এপ্রিল অতিরিক্ত একদিন ছুটি বাড়ানো হয়। ফলে সাপ্তাহিক ছুটিসহ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫