|
প্রিন্টের সময়কালঃ ২৮ আগu ২০২৫ ০৩:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০৫:৩১ অপরাহ্ণ

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা


রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা


নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রম আরও গতিশীল করতে প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি
 

সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়াআলী হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুরআলমগীর পাঠান প্রমুখ।
 

বক্তারা বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদেশ ফেরতদের পুনর্বাসন ও পুনরেকীকরণে প্রবাস বন্ধু ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য স্থানীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের চিহ্নিত করে সহায়তা প্রদান, তাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ফোরামের কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
 

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অবহিত করা হবে এবং নতুন কর্মপ্রত্যাশীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫