বিটিভিকে ফ্যাসিবাদমুক্ত করার দাবি

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার একটি মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফ্যাসিবাদমুক্ত করার দাবি জানায়। তারা মুন্সী ফরিদুজ্জামান (বিটিভির প্রধান বার্তা সম্পাদক), সৈয়দা তাসমিনা আহমেদ (উপ-মহাপরিচালক, বার্তা) ও নির্বাহী প্রযোজক শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন।
মানববন্ধনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরও শেখ হাসিনার আস্থাভাজনরা বিটিভিতে পদে রয়েছে। এর মধ্যে মুন্সী ফরিদুজ্জামান ২০০৯-২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং-এর সদস্য ছিলেন এবং বর্তমানে বিটিভি নিউজের দায়িত্বে আছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৭ জুলাই ছাত্রদের আন্দোলন দমনে এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ. আরাফাতের নির্দেশে মিথ্যা প্রপাগাণ্ডা প্রচারে শামসুল আলমকে প্রধান করা হয়েছিল। বর্তমানে তিনি বিটিভিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর দায়িত্বে রয়েছেন। এই অবস্থায় রাষ্ট্রীয় টেলিভিশনে তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
অলিদ বিন সিদ্দিক তালুকদার অভিযোগ করেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহসিনের প্রভাবে তাসমিনা আহমেদ ও মুন্সী ফরিদুজ্জামান বড় অংকের লেনদেনের মাধ্যমে মন্ত্রণালয়সহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে এক বছর পার হলেও তাদের ভূমিকা রহস্যজনকভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নজরে রয়েছে। বিটিভির বিভিন্ন সূত্রে জানা যায়, ফরিদুজ্জামান ও তাসমিনা গং-এর মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিওচিত্র সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে পৌঁছে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫