আখেরি মোনাজাতে সমাপ্ত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
ঢাকা প্রেস নিউজ
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া এই মোনাজাত শেষ হয় সকাল ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
এর আগে, ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করেন। তিনি চিল্লা ও তিন চিল্লার জন্য জামাতে বের হওয়া মুসল্লিদের করণীয় এবং যারা নিজ এলাকায় ফিরে যাবেন, তাদের জন্য করণীয় বিষয়ে নির্দেশনা দেন। এই বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আব্দুল মতিন। এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহতমূলক বয়ান প্রদান করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের।
আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ইজতেমাগামী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ঢাকার ৩০০ ফিট, ধউর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
টঙ্গীর তুরাগ তীরে গত শুক্রবার থেকে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন করে তাবলিগ জামাতের শুরায়ে নেজামের অনুসারীরা।
শনিবার, ইজতেমার দ্বিতীয় দিনে বাদ আসর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে আশপাশের এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লির পদচারণায় ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
তাবলিগের ছয় উসুলের আলোচনায় দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের বাণী বিশ্বব্যাপী প্রচার, এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রথম পর্বের ইজতেমায় ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় পর্বের ইজতেমা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে ২২ জেলা ও ঢাকার অবশিষ্ট অংশের মুসল্লিরা অংশ নেবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫