ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু

ঢাকা প্রেস
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:-
নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ ঘটনা:
গত সোমবার, ২১ অক্টোবর, নীলফামারীর সৈয়দপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে অবস্থিত একটি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর, ৬০ বছর বয়সী আশরাফ নামে এক বৃদ্ধের টাকা ছিনতাই হয়ে যায়। এই ঘটনায় তিনি এতটাই মর্মাহত হন যে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
আশরাফের ছেলে নাজমুল হোসেন জানান, তার বাবা-মা ব্যাংক থেকে একটি ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা নিয়ে তারা ব্যাংক থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময়, ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে। ছিনতাইকারীরা বৃদ্ধ দম্পতিকে শাড়ি-লুঙ্গি দেওয়ার কথা বলে একটু দূরে নিয়ে যায়। এরপর তারা কৌশলে বৃদ্ধ মহিলার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আশরাফ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও চিকিৎসক নাজমুল হুদা জানান, আশরাফ হাসপাতালে আসার পথেই মারা গেছেন। মূলত শোকের কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। ব্যাংক এবং আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, ব্যাংকের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, গত দেড় মাসে সৈয়দপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। শহীদ তুলসীরাম সড়কেই একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু টাকা নয়, মোটরসাইকেল, রিকশা ভ্যান, টিউবওয়েল, সোলার মেশিন ইত্যাদি চুরির ঘটনাও ঘটছে। এই অবস্থায় সৈয়দপুরবাসী আতঙ্কিত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫