|
প্রিন্টের সময়কালঃ ২০ জুলাই ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ

হাতিয়ায় ট্রলারডুবি: এক নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য ও শিশু


হাতিয়ায় ট্রলারডুবি: এক নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য ও শিশু


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:-


 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারী হাসিনা খাতুন (২৫) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।
 

রোববার সকালে লক্ষ্মীপুরের রামগতির বিবিরহাট এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চার বছর বয়সী শিশু মো. তামিম ও জেলা পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মো. সাইফুল ইসলাম।
 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমুল হুদা জানান, নদীতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা হাসিনার মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার সময় ট্রলারে হাসিনার সঙ্গে ছিলেন তার স্বামী মো. তারেক ও শিশু তামিম। তারেক বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শিশুটি নিখোঁজ রয়েছে।
 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহিম জানান, “ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন পুলিশ সদস্য ও একটি শিশু। উদ্ধার অভিযান চলমান রয়েছে।”
 

উল্লেখ্য, শনিবার বিকেলে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার করিম বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ভাসানচর থেকে প্রায় ৭-৮ কিলোমিটার অতিক্রম করার পর বিকেল ৪টার দিকে করিম বাজার ঘাটের কাছে একটি ডুবোচরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।
 

দুর্ঘটনার পর নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা তৎক্ষণাৎ কয়েকজনকে উদ্ধার করেন। পরে উদ্ধার কার্যক্রমে যুক্ত হয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং যুব রেডক্রিসেন্ট।
 

রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও আটজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই গিয়াস উদ্দিন নামে একজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
 

এ দুর্ঘটনায় এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নদীর আশপাশে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫