**সাইট পাড়া ও মাদ্রাজী শাহ্ পাড়ায় উঠান বৈঠকে আলহাজ্ব শফিউল আলমের বক্তব্য: স্বৈরাচারী কায়দায় রাজনীতি পরিহারের আহ্বান**
নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের পরিচালক ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম বলেছেন,
“স্বৈরাচারী আচরণ ও অনৈতিক রাজনীতি পরিহার করতে হবে। ক্ষমতার লোভে চাঁদাবাজি বা জনগণের দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা, আলী শাহ পাড়া, মাদ্রাজী শাহ্ পাড়া এবং নারিকেলতলাস্থ হক সাহেব রোডের নতুন সাইট পাড়ায় একাধিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,
“আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে একসাথে দীর্ঘদিন সংগ্রাম করেছি। কিন্তু আপনারা এখন রাজনীতিতে স্বৈরাচারী মনোভাব ও অযাচিত আচরণে লিপ্ত হচ্ছেন। এটি গণতন্ত্র ও ঐক্যের পথে বাধা।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“বিগত সরকারের মতো যদি দিনের ভোট রাতে হয়, কেন্দ্র দখল বা ভোটের বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয় — জামায়াতের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।”
শফিউল আলম আরও বলেন,
“রাজনৈতিক ফয়সালা রাজপথেই হবে। জনগণের ভোটাধিকার হরণ বা নারী সমাজের উপর অন্যায়-জুলুম চললে তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সাইট পাড়ার উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমীর মাওলানা আবুল মোকারম, ওয়ার্ড জামায়াতের যুবনেতা ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ, সাংগঠনিক সভাপতি মোঃ মোকারম আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল, জামায়াত নেতা হাফেজ মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন মিন্টু, সাংগঠনিক নেতা ডা. মোঃ কামাল উদ্দিন, যুব ইউনিট নেতা মোঃ জাহিদ হোসেন, কেন্দ্র প্রধান মোঃ শফিউল আজম, উপকেন্দ্র প্রধান মোঃ ইউনুছ, শামসুল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে তিনি আলী শাহ পাড়া, মাদ্রাজী শাহ্ পাড়া, বন্দরটিলা কাঁচাবাজার ও নারিকেলতলা এলাকায় পৃথক উঠান বৈঠকে অংশ নেন।
সেখানে তিনি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থেকে সকল অবৈধ কার্যকলাপ, অন্যায়, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫