|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০১:৩৯ অপরাহ্ণ

ছয় দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের ট্রেন অবরোধ, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


ছয় দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের ট্রেন অবরোধ, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

খুলনায় ছয় দফা দাবিতে ট্রেন অবরোধ করেছেন চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন তারা। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা ধরে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
 

আন্দোলনে অংশ নেওয়া খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. হানিফ আকাশ জানান, খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে এই আন্দোলনে নেমেছেন। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

  • ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি বাতিলের জন্য হাইকোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া,

  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল,

  • উপসহকারী প্রকৌশলী পাসকৃতদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিতকরণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি।
     

ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন যাত্রা করতে পারেনি, ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 

খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার জাকির হোসেন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে রূপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা ট্রেনটি বয়রা জংশনে আটকে দেন। এতে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, রকেট ও মহানন্দা এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫