নির্বাচন নিয়ে তাড়াহুড়োকারীদের স্লোগানে ভারতের সুর রয়েছে: রেজাউল করীম

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা তাড়াহুড়ো করছে, তাদের স্লোগানে ভারতের সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলার মানুষের কাছে তিনটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন—সংস্কার, দৃশ্যমান বিচার এবং তারপর জাতীয় নির্বাচন। কিন্তু বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করা হয়েছে। কেন এবং কী কারণে তা করা হলো—দেশবাসী জানতে চায়।”
শনিবার (৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি রেজাউল করীম অভিযোগ করে বলেন, “আমরা বহুবার প্রতারণার শিকার হয়েছি। আমাদেরকে ধোঁকা দিয়ে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, নিরপরাধ মানুষের প্রাণ নেওয়া হয়েছে, মায়েদের কোলে সন্তানহারা করা হয়েছে, আর দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। তবে এখন দেশের মানুষ সজাগ হয়েছে—আর কেউ আমাদের সম্পদ লুট করতে পারবে না।”
তিনি আরও বলেন, “৫৩ বছর ধরে যে পদ্ধতিতে দেশ চলছে, তা আর চলতে পারে না। এখন মৌলিক সংস্কার জরুরি। যাদের কারণে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাদের বিচার হতে হবে। এরপরই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি করতে হবে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি শামসুল হক সুমন। প্রধান বক্তা ছিলেন দলের বাঞ্ছারামপুর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ কাজী মোহাম্মদ আলী।
সভা পরিচালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন খাসনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ লিটন ও কেন্দ্রীয় স্টেজ কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫