|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৫ ০৮:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ আগu ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

শেরপুর কারাগার ভাঙচুর-আগুন, পালিয়েছে সব বন্দী


শেরপুর কারাগার ভাঙচুর-আগুন,  পালিয়েছে সব বন্দী


বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছে শেরপুর জেলা কারাগারে।  পালিয়ে গেছেন ৫১৮ বন্দীর সবাই। এ সময় কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম ও কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর খান সন্ধ্যায় প্রথম আলোকে কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বন্দী পালিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও কারা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা পৌরসভার দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা কারাগারের সড়কসংলগ্ন ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তাঁরা প্রধান ফটক ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন। এ সময় আতঙ্কে কারাগারের নিরাপত্তারক্ষীরা সরে যান। পরে কারাগার থেকে কয়েক শ বন্দী পালিয়ে যান। কারাগারে ভাঙচুরের সময় অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর খান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কারাগারে আটক ৫১৮ বন্দীই পালিয়ে গেছেন। এ ছাড়া কতগুলো অস্ত্র লুট হয়েছে, তা হিসাব করে দেখা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫