‘আ.লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে’-হাসনাত আব্দুল্লাহ
ঢাকা প্রেস,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে তা করতে হবে। যারা ফ্যাসিস্ট এ দলটিকে পুনর্বাসনের জন্য তৎপর হচ্ছেন, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। জনগণ আপনাদের এই কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না। এ দেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এখানে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ এ দেশের মানুষের কাছে একটি ঘৃণ্য চক্রে পরিণত হয়েছে। তারা আলেম-ওলামাদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে, কারণ আলেম সমাজ তাদের সবচেয়ে অপছন্দের ছিল।
তিনি আরও বলেন, যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, তারা কি ভুলে গেছেন গত ১৬ বছরে আওয়ামী লীগ আপনাদের ওপর কী পরিমাণ নির্যাতন চালিয়েছে? কত মামলা, হামলা ও জুলুম সহ্য করেছেন আপনারা? ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়ে জাতির কাছে বিতর্কিত হয়ে যাবেন না।
সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার, সুলতানপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ কবির আহম্মেদ, দেবিদ্বার হাইস্কুল জামে মসজিদের খতিব আওলাদ হোসাইন মুরাদী, ভৈষেরকুট দাখিল মাদরাসার সুপার আব্দুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি মুক্তাদির যারিফ সিক্ত প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫