বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জিওলজিস্ট পদে সরাসরি জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষার জন্য জারি করা প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, নম্বরপত্রসহ আবেদনে উল্লেখিত অভিজ্ঞতা/যোগ্যতার সব সনদের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।
এ ছাড়া এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতকসহ (সম্মান) সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং জাতীয়তা/নাগরিকত্ব সনদের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫