ঐক্যের মাঝে সরকারের জন্ম: ড. ইউনূস
ঢাকা প্রেস নিউজ
ঐক্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটি জুলাই ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আয়োজিত হয়।
ড. ইউনূস বলেন, “৫ জুলাইয়ের দিনটি ছিল সম্পূর্ণ একতার প্রতীক। আমাদের সরকারের জন্ম ঐক্যের মধ্য দিয়ে হয়েছে, আর ঐক্যই আমাদের শক্তি। যখন আমরা একসঙ্গে কাজ করি, তখন মনের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আপনাদের সঙ্গে দেখা হলে ও আলোচনা করতে পারলে ভালো লাগে, এবং এতে মনে সাহস পাই।”
প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্ররা একদিন এসে জানায় যে তারা একটি ঘোষণাপত্র দিতে চায় এবং আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তাদের বলি, এটি সবার অংশগ্রহণ ছাড়া হতে পারে না। আমরা সবাই মিলে যদি এটি তৈরি না করি, তবে এটি সঠিক হবে না। একতার যে শক্তি দিয়ে তোমরা ৫ আগস্টের পরিবর্তন এনেছিলে, তা নষ্ট হবে। তাই সবাইকে নিয়েই এই কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করা হয়, তবে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে, একতার ভিত্তিতে কাজ করলে সবার মনে সাহস বাড়বে। জাতি হিসেবে আমরা একতাবদ্ধ আছি, এ বার্তা পৌঁছে যাবে।”
বিকেল ৪টার পর ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা করেছিল। কিন্তু এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। পরে অন্তর্বর্তী সরকার ৩০ ডিসেম্বর রাতে জানায় যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সরকারের কাছে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আল্টিমেটাম দেয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে ১৬ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বৈঠক বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।
ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বারবার উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমি যতদিন আছি, একতার সঙ্গেই থাকব। ঐক্যের পথেই আমাদের চলতে হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫