রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান
সম্প্রতি রাজধানীতে কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মোট ৩০০টি ছোট-বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজউক, জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউক আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান বলেন,
“শুক্রবারের ভূমিকম্পের পর আমরা প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করেছি। নিয়মবহির্ভূত ও নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের দায় রাজউক ও ভবনমালিক উভয়ের থাকলেও মূলত দায়ী ভবনমালিকরা।”
তিনি আরও বলেন, রাজউক যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেয়, এবং “রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।”
ভবনের নকশা প্রণয়ন প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন,
“রাজউক কাউকে নকশা করে দেয় না। বাড়ির মালিকরা নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে জমা দেন এই শর্তে যে, রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করবেন। পরবর্তীতে তা না মানলে জরিমানা বা শাস্তি তাদেরই প্রাপ্য, এর দায় রাজউকের নয়।”
রিয়াজুল ইসলাম সতর্ক করে বলেন, সমন্বিতভাবে কাজ করা না গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে, তাই তিনি সরকারি সকল কর্তৃপক্ষকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান অনুষ্ঠানে বলেন,
“পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে রাজউকের ক্ষমতা দ্রুত বৃদ্ধি করতে পদক্ষেপ নিচ্ছে সরকার। খুব শিগগিরই এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
-
ভূমিকম্পের পর ৩০০ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত
-
নিয়ম ও নকশা না মেনে ভবন নির্মাণ প্রধান সমস্যা
-
দায় মূলত ভবনমালিকের
-
সমন্বিত উদ্যোগ ছাড়া সংকট মোকাবিলা কঠিন
-
রাজউকের ক্ষমতা বাড়াতে সরকারি পদক্ষেপ শীঘ্রই
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫