আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর
ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-
আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর বসছে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চার দিনের এই আয়োজন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল, কোরিওগ্রাফার ও আয়োজক কমিটির সদস্য আজরা মাহমুদ এবং আয়োজক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।
আয়োজকরা জানান, চার দিনের আয়োজন সাজানো হয়েছে চারটি ভিন্ন ভিন্ন থিমে।
মডেল নির্বাচন নিয়ে আজরা মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারও নতুন মডেলরা প্রাধান্য পাচ্ছেন আর্কা ফ্যাশন উইকে। ছয় শতাধিক আবেদন থেকে ১০০ জনকে অডিশনে ডাকা হয়। সেখান থেকে ২৫ জনকে বাছাই করা হয়েছে। এছাড়া গত বছরের নির্বাচিত মডেলদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় মডেলরাও উপস্থিত থাকবেন এবারের আসরে।
এবারের আয়োজন নিয়ে আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার বলেন, এবারের আয়োজনের নতুন বিষয় হলো ‘মাস্টারক্লাস।’ ফ্যাশন বিষয়ক এই ওয়ার্কশপে প্রতিটি সেশনে থাকবেন একজন বিশেষজ্ঞ ও একজন তরুণ ডিজাইনার। মাস্টারক্লাসে যোগ দিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট ফি দিয়ে অংশ নিতে হবে।
আয়োজনের মধ্যে আরও থাকছে- ডিজাইন ল্যাব, ফ্ল্যাশ রানওয়ে, আয়োজনের দ্বিতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত কনসার্ট, ফুডজোন ইত্যাদি। এছাড়া লাইফস্টাইল ও ফ্যাশনের সব ধরনের অনুষঙ্গ তো মিলবেই।
উল্লেখ্য, দেশের ফ্যাশন শিল্পের বিস্তৃতি আর নতুন প্রজন্মের চিন্তাধারার বিন্যাসের লক্ষ্য নিয়ে আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫