|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ আগu ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ণ

নড়াইলে স্ত্রী হত্যায় স্বামীসহ দুইজনকে ফাঁসি


নড়াইলে স্ত্রী হত্যায় স্বামীসহ দুইজনকে ফাঁসি


ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে ঘটে যাওয়া এক জঘন্য হত্যাকাণ্ডে স্বামীসহ দুইজনকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। হত্যার শিকার গৃহবধূ আছিয়া বেগম (২২)। তার স্বামী রনি শেখ (২৬) এবং বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকির (২৪) এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে।
 

আদালতের রায় অনুযায়ী, দুই দোষীকে এক লাখ টাকা জরিমানাও গুনতে হবে। এছাড়া, অপর একটি ধারায় তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে।

 

২০২২ সালের ৪ নভেম্বর সকালে আছিয়া বেগমকে তার স্বামী রনি শেখ গলা কেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয়। এই অপরাধে তার সহযোগী ছিল আব্বাস ফকির। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 

পুলিশের তদন্তে জানা যায়, পরকীয়া জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। রনি শেখ একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করতেন।

 

হত্যাকাণ্ডের পর আছিয়ার মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ঘটনা প্রমাণিত বলে মনে করে এবং দোষীদের ফাঁসির দণ্ড দেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫