পতেঙ্গায় সী- ভিউ স্পোর্টস এরিনার উদ্ধোধন: লক্ষ্য পতেঙ্গা -হালিশহর অঞ্চলের খেলোয়াড় সৃষ্টি
ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-
নগরীর উত্তর পতেঙ্গায় খেজুরতলাস্থ বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সী- ভিউ স্পোর্টস এরিনার উদ্ধোধন করা হয়েছে ।
ব্যতিক্রম অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ফুটবল সংগঠক ও সমাজ সেবক মোঃ সাজ্জাদ হোসেন সায়েম এবং ক্ষুদে ফুটবলার, শিশু- কিশোরদের মাধ্যমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে স্পোর্টস টার্ফের উদ্ধোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ নজরুল ইসলাম মিন্টু, এরিনা পরিচালনা পর্ষদের ডাইরেক্টর মোঃ বাবুল,শ্রী কানন দাশ যীশু, সৈকত মহাজন সাজু,পরিচালক মোঃ মেহেদী হাসান সনন, আবুল হোসেন, মোঃ আব্দুর রহিম এবং সম্মানিত অতিথি ছিলেন সমাজ সেবক মোঃ তৌহিদুল ইসলাম মনি প্রমুখ।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে ধূমপাড়া এফসি (ঢাকা )ও হাজী সুলতান আহমদ স্মৃতি এফসি (চট্টগ্রাম) অংশগ্রহণ করে।
এতে ধূমপাড়া এফসি ৩-০গোলে সুলতান আহমদ স্মৃতি এফসি কে হারিয়েছে। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ আঃ রহিম এবং সহকারী ছিলেন জালাল উদ্দিন ও রিফাত হোসেন। খেলায় চলতি ধারাবিবরণী পরিচালনা করেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
প্রতিদিন সকালে, বিকেলে এবং রাতে মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে সব বয়সের ছেলে মেয়েরা খেলাও প্রাকটিস সেশন অতি স্বল্প খরচে স্পোর্টস এরিনায় অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন পরিচালক সৈকত মহাজন সাজু।
এছাড়া স্থানীয় পর্যায় থেকে মেধাবী ও যোগ্য খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি করতেই এই সী- ভিউ স্পোর্টস এরিনার উদ্দেশ্য রয়েছে বলে জানান প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সায়েম।
তিনি আরো বলেন, আমি একজন সাবেক ফুটবল সংগঠক হিসেবে চাইবো, তরুণ প্রজন্মের শিশু কিশোর গণ বিনোদন মুখী চর্চায় মাঠে আসুক। উদ্বোধনী দিনে ৬ টি ম্যাচ মাঠে গড়াবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫