|
প্রিন্টের সময়কালঃ ২৯ আগu ২০২৫ ০৯:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ আগu ২০২৫ ০২:২৫ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে ভবন নির্মাণের দাবি


কুড়িগ্রামের উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে ভবন নির্মাণের দাবি


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় খেলার মাঠে ভবন নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার দুপুরে বজরা ইউনিয়নের বজরা এল.কে. আমিন ডিগ্রী কলেজ মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, বিএনপি নেতা রোকছেদ আমীন লেবু, এলাকাবাসীর মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। এছাড়া বজরা এল.কে. আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

 

বক্তারা বলেন, “আমরা বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের বিরোধী নই। তবে আমাদের দাবি, ঐতিহ্যবাহী খেলার মাঠটি অক্ষত রেখে নতুন ভবন নির্মাণ করা হোক। বর্তমানে যেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানে খেলার মাঠ সংকুচিত হবে এবং খেলোয়াড়রা অসুবিধার মুখে পড়বেন।” তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নতুন স্থানে ভবন নির্মাণ শুরু করার আহবান জানান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “নতুন ভবন নির্মাণের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন, তবে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এর ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫