|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৪:৫৪ অপরাহ্ণ

রোজায় বাজারের সহনশীলতা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালাবে: বাণিজ্য উপদেষ্টা


রোজায় বাজারের সহনশীলতা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালাবে: বাণিজ্য উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ
 

রমজান মাসকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখতে সরকার সদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চাহিদা এবং সরবরাহের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখার চেষ্টা করা হবে। এর জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এছাড়া, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলেও তিনি উল্লেখ করেন।
 

শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

স্বৈরশাসক হাসিনার সরকারের সমালোচনা করে শেখ বশির বলেন, বিগত ১৫ বছরে দেশে এক ধরনের অপরাধমুখী সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের ভেতর আমাদের সমাজ মারাত্মকভাবে বিভক্ত ছিল এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছিল।
 

তিনি আরও বলেন, বর্তমানে অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা জরুরি। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সাংবাদিকতা—সব সেক্টরেই এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে, জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল সমাজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি সভ্য সমাজে রূপান্তরিত হওয়া।
 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫