ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির হাতে ধরা পড়লো ১৭টি ভারতীয় গরু

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ভারতীয় গরু জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবির সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল এসব গরুকে আটক করে।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। পরবর্তীতে এগুলো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয় এবং সন্ধ্যায় নিলামে বিক্রি করা হয়।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু পাচার বন্ধে বিজিবি সদস্যরা নিরন্তর তৎপর রয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫