জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি দলটির নারী নেত্রীদের সঙ্গেও বৈঠক করেন। সাক্ষাতের মুহূর্তের ছবি জামায়াতের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কূটনীতিকদের সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের সাক্ষাতের এমন নজির আগে দেখা যায়নি।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এই বৈঠকে হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫