ঘোড়াঘাটে পিস্তল ও গুলিসহ যুবক আটক

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ৭.৬২ পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ও ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত। যৌথ বাহিনী তাকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েলকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে পিস্তল ও গুলি রাখার কথা স্বীকার করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার উইতসাগর গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী ক্যাম্পের সদস্যরা এবং পলাশবাড়ী থানা পুলিশ অংশ নেয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, "আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক যুবকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি গত ৫ আগস্টের পরে পিস্তলটি কিনেছেন এবং আমরা জানতে পেরেছি, তার কাছে থেকে অস্ত্র কেনার টাকা কোথা থেকে এসেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫