|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

৫৭ বছর বয়সে বিয়ে করা নিয়ে যা বললেন আশিস বিদ্যার্থী


৫৭ বছর বয়সে বিয়ে করা নিয়ে যা বললেন আশিস বিদ্যার্থী


ত ২৫ মে বিয়ে করেন ভারতের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে ২৫ মে কলকাতার একটি ক্লাবে আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। তাঁরা আইনিমতে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। ৫৭ বছর বয়সে আবার বিয়ে করা নিয়ে আশিসকে লক্ষ্যবস্তুকে করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রূপ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা। খবর ইন্ডিয়া টুডের

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে আশিস বিদ্যার্থী বলেন, ‘বুড়ো, খিটখিটেসহ নানা ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করে আমাকে বিদ্রূপ করা হয়েছে। বয়স হলে কি মানুষের বাঁচার অধিকার থাকে না? বয়স্কদের অসুখী হয়েই মরতে হবে? 

আমি কষ্ট করে রোজগার করি, নিজের খরচ মেটাচ্ছি। নিজের মনের মতো মানুষের সঙ্গে জীবন কাটানোর অধিকার কি অন্যদের থেকে নিতে হবে? এমন সমালোচনা আমি আশা করিনি। সত্যিই বিস্মিত আমি।’


এর আগে বিয়ের পর দেওয়া এক ভিডিও বার্তায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছিলেন আশিস। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘২২ বছর আগে আমার সঙ্গে পিলোর (রাজশী বড়ুয়ার ডাকনাম) দেখা হয়।

এরপর আমরা বিয়ে করি। আমাদের সন্তান আর্থের বয়স এখন ২২। কিন্তু কয়েক বছর ধরে পিলো আর আমি আবিষ্কার করি, আমাদের চিন্তাভাবনায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সুরাহা করতে পারিনি। সমাধান যে অসম্ভব ছিল তা নয়, কিন্তু এতে হয়তো একজনের ওপর অন্যজনের মত চাপিয়ে দেওয়া হতো; যা ভালো হতো না। দিন শেষে আমরা তো সুখেই থাকতে চাই, তা-ই না?’

বলিউডের এই অভিনেতাকে বাংলা সিনেমায়ও দেখা গেছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে বেশির ভাগ সময় খলচরিত্রে দেখা গেছে। বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা গেছে, তিনি ১১টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন আশিস। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা তিন শতাধিক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫