রিজভীর মন্তব্য: “জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে”
নরসিংদী প্রতিনিধি:-
আগামী জাতীয় নির্বাচন হবে কণ্টকাকীর্ণ পথের—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না। নানা বাধা-বিপত্তি অতিক্রম করেই আমাদের সামনে এগোতে হবে।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামিকে উদ্দেশ করে রিজভী বলেন, “জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন, নির্বাচন হতেও পারে, নাও হতে পারে—যা শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একেবারেই মিলে যায়।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু বিদেশে গিয়েও তিনি বসে নেই, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দিতে তিনি নানা নির্দেশ দিচ্ছেন।”
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া কারাবরণ করেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সেই নির্বাচনেই জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। সমাজের সৎ, শিক্ষিত, পরিশ্রমী মানুষ, শিক্ষক, কৃষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা—সবাই বিএনপির সদস্য হতে পারবেন। তবে যারা হাসিনার আমলে হত্যা ও নির্যাতনে জড়িত ছিলেন, তারা বিএনপিতে জায়গা পাবেন না।”
তিনি আরও যোগ করেন, “সমাজবিরোধীরা যদি দলে ঢুকতে না পারে, তাহলে দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকার নিচে একত্রিত হবে। সেই ঐক্যের ফলেই ২০২৪ সালে গণঅভ্যুত্থান ঘটেছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫