|
প্রিন্টের সময়কালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ণ

নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির আয়োজিত রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে এনসিপির নেতারা জানান, নির্বাচনী প্রচারে দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার বিধানকে তারা স্বাগত জানায়। তারা বলেন, যদি দলের প্রধান খালেদা জিয়ার বাইরে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করা হয়, তবে নির্বাচন কমিশনের উচিত সেই বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
 

এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা বলেন,
“দলীয় প্রধানের ছবি ব্যতীত অন্য কারও ছবি না রাখার বিধানকে আমরা সাধুবাদ জানাই। এখন যদি বিএনপি খালেদা জিয়ার পরিবর্তে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করে, তাহলে এই বিধানের প্রয়োগ আমরা দেখতে চাই।”

 

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনকে নির্বাচনী জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার নিয়মে অটল থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন,
“নিজ দলের পরিচয়ে মানুষের কাছে যাওয়া প্রয়োজন। কেউ নিজের শরীর রেখে অন্যের জামা পরে গেলে তা গ্রহণযোগ্য নয়।”

 

তিনি প্রস্তাব করেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য একজন করে দায়িত্বশীল কর্মকর্তা নির্ধারণ করলে নির্বাচন সংক্রান্ত যোগাযোগ ও কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
 

বিলবোর্ড ও নির্বাচনী ব্যয়ের প্রসঙ্গে জহিরুল ইসলাম মূসা জানান,
“কাপড়ের বিলবোর্ড প্র্যাকটিক্যাল না। একটি বিলবোর্ড করতেই প্রায় ২০ লাখ টাকা লাগে। অথচ ব্যয়ের সীমা ৫০ লাখ টাকা। এতে আর্থিক বৈষম্যের সৃষ্টি হচ্ছে।”

 

মাইকের শব্দমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন,
“আপনারা ৬০ ডেসিবল সীমা নির্ধারণ করেছেন। কিন্তু তা মাপার যন্ত্র কি আছে? নির্বাচনের সময় অস্ত্রের ঝনঝনানি নিয়ন্ত্রণ করে কীভাবে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন?”

 

তিনি তরুণ প্রার্থীদের সুযোগ দেওয়ার পাশাপাশি আগের মন্ত্রী ও এমপিদের সঙ্গে একই মঞ্চে বিতর্কের সুযোগ সৃষ্টির দাবি জানান।
“যারা পেশিশক্তি, কালো টাকা বা অস্ত্রের মাধ্যমে ভোট নিয়ন্ত্রণ করতে চায়, তাদের সঙ্গেও উন্মুক্ত বিতর্কের সুযোগ রাখতে হবে।”

 

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে মেটা ও টিকটকের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে ইসির অন্যান্য কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫