|
প্রিন্টের সময়কালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ


কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ


বাংলাদেশ সরকার সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কাতারের বিরুদ্ধে এই সাম্প্রতিক হামলাকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এই ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদেরও অবমাননা।
 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এই অবৈধ হামলার মুখে কাতারের সরকার ও জনগণের প্রতি অটল সমর্থন জ্ঞাপন করছে। এটি প্রমাণ করে যে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে উপেক্ষা করছে। এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে ব্যাহত করছে।
 

শেষে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দায়বদ্ধতা নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫