|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৪ ০২:০৫ অপরাহ্ণ

হিজবুল্লাহ সদরদপ্তরের কমান্ডার সুহাইল হুসেইন হুসেইনিকে হত্যা করল ইসরায়েল


হিজবুল্লাহ সদরদপ্তরের কমান্ডার সুহাইল হুসেইন হুসেইনিকে হত্যা করল ইসরায়েল


ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ সদরদপ্তরের কমান্ডার সুহাইল হুসেইন হুসেইনি হত্যা করা হয়েছে। ইরান থেকে অস্ত্র সহবরাহ করতেন হুসেইন। সেইসঙ্গে হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটে তা পাঠাতো। 

 

তবে হুসেইনের নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে অতর্কিত বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ইসরায়েলি হামলার কারণে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি কাশেমও নিহত হয়েছেন বলে খবর চাউর হয়েছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫