|
প্রিন্টের সময়কালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০২:০৪ অপরাহ্ণ

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা


ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা


ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। একে-অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং লাঠি ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
 

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিষয়গুলোকে সংঘর্ষের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। তারা এ ধরনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬