ঢাকা প্রেস নিউজ
ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। রাজনৈতিক টানাপোড়েন, সীমান্তে উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত প্রতিবেদন, এবং বিভিন্ন কূটনৈতিক ইস্যুর পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রাখার প্রচেষ্টা অব্যাহত আছে।
সম্প্রতি ভারত থেকে ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সীমান্ত ইস্যুতে চলমান উত্তেজনার মাঝেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানি করতে যাচ্ছে।
গত ১২ জানুয়ারি বিপিসির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বিপিসি সূত্রে জানা গেছে, এই ডিজেল জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে আমদানি করা হবে, যার জন্য মোট ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা।
বিপিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ বছর পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন, যার মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। এ চাহিদার ৮০ শতাংশ সরাসরি আমদানির মাধ্যমে মেটানো হয় এবং বাকিটা স্থানীয় শোধনাগার থেকে আসে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারতীয় রেলপথের মাধ্যমে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে।
এর আগে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এই সহযোগিতামূলক প্রয়াসের মধ্য দিয়ে আরও দৃঢ় হচ্ছে।