|
প্রিন্টের সময়কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪১ অপরাহ্ণ

শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতি: ঘাটাইল-সাগরদীঘি সড়কে আবারও ঘটল হামলা


শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতি: ঘাটাইল-সাগরদীঘি সড়কে আবারও ঘটল হামলা


টাঙ্গাইল প্রতিনিধি:-


 

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের আক্রমণে পড়েছে শিক্ষা সফরের চারটি বাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র, আর গত ১০ দিনে এই সড়কে এটি ছিল তৃতীয় ডাকাতির ঘটনা।
 

ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে শিক্ষা সফরে রওনা দেন নাটোরের গ্রীনভ্যালি পার্কে। মঙ্গলবার ভোরে, ঘাটাইলের কাছাকাছি সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে তাদের সামনে আসে গাছের গুঁড়ি। প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান দ্রুত বুঝে যান, এটি ডাকাতদের পরিকল্পনা।
 

তিনি জানান, "তৎক্ষণাৎ গাড়ির জানালা ও গেট বন্ধ করে দেওয়া হয়। তবে, একে একে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে। তারা পেছনের গাড়ি থেকে মালামাল লুট করতে থাকে।" এরই মধ্যে তিনি ফোন করেন ৯৯৯ নম্বরে, এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে, ততক্ষণে ডাকাতরা তিনটি গাড়ির যাত্রীদের থেকে প্রায় সব মালামাল লুট করে নেয়।
 

ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় মারধরের শিকার হন কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) এবং অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। সাখাওয়াত জানান, "আমি বাধা দেওয়ার পর তারা আমাকে আঘাত করে, এবং ছাত্রীদের দিকে যাওয়ার সময়ও হামলা চালানো হয়।"
 

কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম (৫২) ডাকাতদের অস্ত্র এবং ভয়ঙ্কর রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার জানায়, সে ভয় পেয়ে অনেক কেঁদেছে, এখনও সেই ভয় তার মনে রয়ে গেছে।
 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, "এটি একটি ডাকাতির ঘটনা, যেটি ঘটেছে ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায়। স্থানীয়রা জানান, প্রায়ই এখানে ডাকাতি ঘটে থাকে, এবং স্থানীয় ইউনিয়ন সদস্য লিয়াকত হোসেনও একই কথা জানান।"
 

এদিকে, ১৫ ফেব্রুয়ারি রাত ১:৩০টার দিকে একই সড়কের ফকিরচালা এলাকায় ডাকাতরা ১০টি ট্রাক, সিএনজি, এবং মোটরসাইকেল আটকে লুটপাট করে। এছাড়াও, গত নভেম্বরে ঘাটাইল উপজেলায় ৫টি বাড়িতে ডাকাতি হয়, যেখানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করা হয়।
 

ঘাটাইল-সাগরদীঘি সড়কের ৩০ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত ডাকাতি ঘটছে, এবং গত ১০ দিনে এখানে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা শুধু মালপত্র লুট করে না, যাত্রীদেরও মারধর করে এবং যানবাহন ভাঙচুর করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫