ঢাকা প্রেস নিউজ
ইসলামী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) এর ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়–১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসিন আরাফাত।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মুরাদ এন্টারপ্রাইজের নামে ১১০০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। ২০২১ সালের নভেম্বরে এস আলম–সংশ্লিষ্ট মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সরওয়ার চৌধুরী চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চাক্তাই শাখায় ঋণের জন্য আবেদন করেন। পরবর্তী মাসে শাখার কর্মকর্তারা তা অনুমোদন করেন, যদিও মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং জাল কাগজপত্র ব্যবহার করে ঋণের আবেদন করা হয়েছিল। ব্যাংকের কর্মকর্তারা কোনও যাচাই-বাছাই ছাড়াই পূর্বপরিকল্পনা অনুযায়ী ঋণ অনুমোদন করেন। প্রথমে ৮৯০ কোটি টাকা ঋণের জন্য আবেদন করা হলেও তা পরে ১১০০ কোটি টাকায় উন্নীত করা হয়।
মামলার আসামির তালিকায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, সাবেক পরিচালক মো. ফসিউল আলম, মো. সিরাজুল করিম, জামাল মোস্তফা চৌধুরী, মো. জয়নাল আবেদীন, খুরশীদ উল আলম, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সালেহ জহুর, সাবেক এমডি মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক অতিরিক্ত এমডি মুহাম্মদ কায়সার আলী, এবং আরো অনেক কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।
ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর মালিক হিসেবে আসামি করা হয়েছে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মোহাম্মদ গোলাম সরওয়ার চৌধুরী, চৌধুরী অ্যান্ড হোসাইন ট্রেড লিংকের মোহাম্মদ এরশাদ হোসাইন চৌধুরী, এবং আরও বেশ কিছু ব্যবসায়ীকে।
তদন্তকারী কর্মকর্তারা জানান, মুরাদ এন্টারপ্রাইজ যে বিনিয়োগের কথা বলে ঋণ নিয়েছিল, তা না করে এস আলম তার বিভিন্ন ব্যবসার ঋণ পরিশোধে ওই টাকা ব্যবহার করেছেন। এভাবে তারা মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন।