জার্মানির রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৮ জন, চারজনের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক:-
জার্মানির হামবুর্গ শহরের ব্যস্ততম কেন্দ্রীয় রেলস্টেশনে ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, এছাড়া আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলাটি ঘটে স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে। — রয়টার্স সূত্রে জানা গেছে।
হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ওই নারী একাই হামলার সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ বলেন, “হামলাকারী সম্ভবত চরম মানসিক চাপের মধ্যে ছিলেন।”
ঘটনার পর জার্মান রেল কর্তৃপক্ষ ডয়েচে বান স্টেশনের চারটি প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার সন্দেহভাজন নারীকে পুলিশ সদস্যরা হাত পেছনে বেঁধে একটি গাড়িতে তুলছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি স্তম্ভিত।”
হামবুর্গ সেন্ট্রাল স্টেশনটি জার্মানির অন্যতম ব্যস্ততম পরিবহন কেন্দ্র। স্টেশনের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লাখ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫