|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:৩১ অপরাহ্ণ

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে


খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক সহায়তা বিতরণে হতদরিদ্র ও শিক্ষার্থীদের পাশে


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 


 

খাগড়াছড়ি সেনা রিজিয়ন রবিবার (২১ ডিসেম্বর) জেলার অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্তদের মাঝে চিকিৎসা ও জীবনধারার সহায়তা হিসেবে আর্থিক অনুদান বিতরণ করেছে।

 


 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন। তিনি প্রায় ৪০ জন অসহায় ও দুস্তের মধ্যে চিকিৎসা, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়ালেখা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপনের জন্য গির্জাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনুদানের চেক তুলে দেন।

 


 

অনুদান বিতরণের সময় মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, “আজকের এই অনুদান আপনাদের ব্যক্তিগত জীবন ও পরিবারের চিকিৎসার কাজে সহায়ক হোক।

 



আমরা চাই, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন এবং আমাদের মাঝে আনন্দের সঙ্গে বেঁচে থাকুন। এই সুন্দর, সবুজ পাহাড় আমাদের সবার।

 



এখানে সবার বাঁচার অধিকার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ পাহারের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, এবং এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 


 

অনুদান প্রাপ্ত অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী, পঙ্গু ও দুস্ত পরিবাররা ঘর নির্মাণ ও চিকিৎসার জন্য পাওয়া সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫