|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ণ

ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে জনসমাগমের আহ্বান


ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে জনসমাগমের আহ্বান


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফনের পর উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে এই আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
 

জাবের বলেন, “কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া দেবেন না। ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত সময়মতো জানানো হবে।” তিনি আরও জানান, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে।
 

এর আগে জানাজার মধ্যে ধর্ম উপদেষ্টা হাদির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবং হাদির বড় ভাই, যিনি জানাজার নামাজে ইমামতি করেন।
 

এদিন সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য মরদেহ স্থানান্তরিত করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।
 

এদিকে ভোর থেকে বহু মানুষ হাদিকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫