|
প্রিন্টের সময়কালঃ ২৯ আগu ২০২৫ ০৫:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৫:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আদালতে জামিন


আখাউড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আদালতে জামিন


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-



 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলায় দুই সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত দৈনিক যুগান্তর-এর জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আরটিভি-এর আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর করেন।
 

এর আগে, গত ৭ আগস্ট যুগান্তরআরটিভি-এর অনলাইন সংস্করণে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয়। পরে ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।
 

ঘটনার পর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আখাউড়া ও কসবায় মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
 

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, “সাংবাদিকদের ভয় দেখানোর জন্য এ ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এতে আমরা দমে যাব না। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।”
 

স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি বলেন, “আমরা শুধু সত্য প্রকাশ করেছি। এজন্য আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত আমাদের জামিন দিয়েছেন, আমরা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।”
 

আরটিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, “সাংবাদিকদের হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। তবে আমরা নির্ভীকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব।”
 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান (মামুন) বলেন, “সাংবাদিকদের মূল কাজ হলো সত্য প্রকাশ করা। অথচ সেই কাজ করতেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম সমাজের দর্পণ—এটি স্তব্ধ হলে প্রকৃত সত্য কখনো সামনে আসবে না। আমরা আশা করি, আদালত ন্যায়বিচারের মাধ্যমে হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫