রৌমারীতে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ
মো: হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং সিএসডিকে এনজিওর বাস্তবায়নে রৌমারীতে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আজ দুপুর ১টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার দক্ষিণ বাগুয়ারচর এলাকায় অবস্থিত সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এনজিওর প্রধান কার্যালয়ে ১২টি হতদরিদ্র পরিবারকে দুইটি করে মোট ২৪টি ছাগল প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিটি ছাগলের প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন সম্পন্ন করা হয় এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
ছাগল পালন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
-
রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকার
-
পশু চিকিৎসক মো. মেহেদী হাসান
-
সিএসডিকে এনজিওর সভাপতি জনাব মো. ফরজ আলী
-
নির্বাহী পরিচালক মো. আবু হানিফ
-
সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ
এছাড়াও সিএসডিকে এনজিওর অন্যান্য কর্মী, উপকারভোগী পরিবার ও এলাকার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন,
“রৌমারীর চরাঞ্চলে ছাগল পালন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অসহায় মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন কার্যকর প্রকল্প গ্রহণের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও সিএসডিকে এনজিওকে ধন্যবাদ জানাই।”
সিএসডিকে এনজিওর সভাপতি মো. ফরজ আলী বলেন,
“সংগঠনটি দীর্ঘদিন ধরে রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫