|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৫ ০২:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ

ভারত-পাকিস্তান সংলাপে সৌদি আরব হতে পারে উপযুক্ত ভেন্যু: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ


ভারত-পাকিস্তান সংলাপে সৌদি আরব হতে পারে উপযুক্ত ভেন্যু: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ


অনলাইন ডেস্ক:-

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর, পানি, বাণিজ্য এবং সন্ত্রাসবাদসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা চালাতে হলে একটি নিরপেক্ষ স্থানের প্রয়োজন, আর সে জন্য সৌদি আরবই সবচেয়ে উপযুক্ত ভেন্যু হতে পারে।
 

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
 

প্রধানমন্ত্রী বাসভনে একদল টেলিভিশন উপস্থাপকের সঙ্গে আলাপকালে শেহবাজ শরিফ বলেন, “আমরা ভারতের সঙ্গে কাশ্মীর ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করতে আগ্রহী, তবে তার জন্য নিরপেক্ষ একটি পরিবেশ দরকার।”
 

তৃতীয় কোনো দেশ, বিশেষ করে চীনে এ ধরনের সংলাপ আয়োজনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা নাকচ করে দেন। শেহবাজ বলেন, “ভারত কখনোই চীনে আলোচনায় রাজি হবে না।”
 

আলোচনায় অংশগ্রহণকারী এক টিভি উপস্থাপক ডন-কে জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন—তৃতীয় নিরপেক্ষ দেশ হিসেবে সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হলে ভারত তাতে রাজি হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫