ফৌজদারহাটে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২৫: “স্বল্পমূল্যে দেশীয় পণ্য কিনুন, শিল্প বাঁচান” – শিল্পপতি আমজাদ হোসেন চৌধুরী

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড,চট্টগ্রাম:-
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২৫।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল চারটায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মোরসালিন, আলহাজ মো. জাহাঙ্গীর, খ.ম. নাজিম উদ্দিন, জাহেদুল হাসান, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সোলায়মান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, মেলার উদ্যোক্তা মো. রকি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“গ্রামে বসবাসকারী মানুষ নানা কারণে বিনোদন থেকে বঞ্চিত থাকেন। এ ধরনের কুটির শিল্প মেলা তাদের জন্য আনন্দ ও কেনাকাটার সুযোগ তৈরি করে। গ্রামের নারী-পুরুষ দিনশেষে এসে এখানে ঘুরতে পারবেন, স্বল্পমূল্যে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। একই সঙ্গে বিনোদন ও কেনাকাটা—দুটোই সম্পন্ন হবে। এ মেলায় কেউ লোকসান করবেন না, কারণ বেশিরভাগ পণ্যের দাম নির্ধারিত এবং সুলভ।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫