পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।,জেলা আওয়ামিলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান,থানার ওসি তদন্ত লাইছুর রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল ,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মন মিত্র, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান ভার: শহিদুল ইসলাম বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও খাদ্য গুদামের চাল চুরির ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫