দেশে উন্নত চিকিৎসা সেবা জোরদার, বিদেশমুখিতা কমাতে নতুন উদ্যোগ
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস (এনআইসিভিডি)–এ দেশের প্রথম চীন–বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক, নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “সরকার দেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে। গরিব হোক বা ধনী—সবাই যেন সমান চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। উন্নত চিকিৎসা দেশে নিশ্চিত হলে রোগীদের বিদেশমুখিতা অনেকটাই কমে আসবে।”
চীনের সহায়তায় ইনস্টিটিউটে যুক্ত করা হয়েছে ৩৯টি সিসিইউ বেড এবং ১০ বেডের ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার। এছাড়া, বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে কাজ করবে চীনের ইউনান প্রদেশের ফুয়াই ইউনান হাসপাতালের বিশেষজ্ঞ দল। এনআইসিভিডি ও চীন সরকারের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “প্রথম যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক প্রতিষ্ঠা দুই দেশের স্বাস্থ্যসেবা সহযোগিতায় নতুন অধ্যায় সূচনা করল। ভবিষ্যতেও জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনে দুই দেশ একসাথে কাজ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়দুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউনান পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক মা জুয়োক্সিন এবং ফুয়াই ইউনান হাসপাতালের উপপরিচালক শি জিনইয়াং।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫