|
প্রিন্টের সময়কালঃ ৩১ জুলাই ২০২৫ ০১:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ

১৩তম সংসদ নির্বাচন সামনে রেখে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার


১৩তম সংসদ নির্বাচন সামনে রেখে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের তালিকায় নতুনভাবে যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক।
 

ইসি জানিয়েছে, আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
 

মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
 

ইসি সচিব জানান, হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ তথ্য সঠিক থাকলেও ১৩ শতাংশ করণিক ত্রুটি ছিল, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
 

এর আগে ২০ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে ইসি।
 

সর্বশেষ ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদের মাধ্যমে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

সবকিছু ঠিক থাকলে, ৩১ আগস্ট চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ১২ কোটি, যাঁরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
 

নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকাটি সকল উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় পর্যায়ে সারাদেশে উন্মুক্ত থাকবে, যাতে নাগরিকরা তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে পারেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫