নোয়াখালীতে বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা বৃদ্ধি

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় সাপের কামড়ে আহত হয়ে প্রায় ২৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানিয়েছেন, গত ২৪ ঘন্টার মধ্যেও বন্যাকবলিত এলাকায় কাজ করার সময় ২৫ জনকে সাপ দংশন করেছে। তিনি আরও জানান, অতি বৃষ্টি ও বন্যার কারণে সাপগুলো নিজের আবাসস্থল থেকে বের হয়ে আসছে এবং মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালীতে প্রবেশ করার ফলে জেলার ৮টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সাপের কামড়ের মতো নতুন এক সমস্যা দেখা দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫