|
প্রিন্টের সময়কালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৭:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৪:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামী মতবিনিময় সভা


খাগড়াছড়িতে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামী মতবিনিময় সভা


মো: আতিকুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়িতে বাংলাদেশ খেলাফত মজলিস ও জেলা জামায়াতে ইসলামী যৌথভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী। এছাড়া উভয় সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬