নিবন্ধন পেল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদ

উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এই দলের প্রতীক নির্ধারিত হয়েছে মোটর গাড়ি (কার)।
ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত রোববার (১৮ জুন) এক প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।
নিবন্ধন পাওয়া দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, আদালতের আদেশে বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা হাতি প্রতীক চেয়েছিলাম। দলের সংরক্ষিত প্রতীকে ইসি এ প্রতীকটি রাখেনি বলে মোটরগাড়ি দিয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের আগেও বাংলাদেশ জাসদ নিবন্ধনের চেষ্টা করলেও তা পায়নি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তারা নিবন্ধন পেল। বাংলাদেশ জাসদসহ দেশে এখন নিবন্ধিত দলের সংখ্যা হলো ৪২টি।
প্রসঙ্গত, ২০১৬ সালে দুই ভাগে ভাগ হয়ে যায় জাসদ। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচি হলে সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। কাউন্সিল অধিবেশনে নির্বাচন চলার সময় জাসদের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫