|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৫:১৪ অপরাহ্ণ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক আজ অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। তারা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে এই কর্মসূচি পালন করেছেন।
 

অবরোধ শুরু হয় মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ডেইরিগেট এলাকায়। এতে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে শত শত গাড়ি ও যাত্রী দীর্ঘক্ষণ আটকে পড়েন। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
 

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, তারা সারাদেশের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫