ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-
ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়েছে 'আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা' বার্তা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। ঘটনাটির পরপরই স্থানীয় ছাত্র-জনতা একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত মসজিদের ডিজিটাল স্ক্রিনে নিয়মিত নামাজের সময়সূচির পরিবর্তে 'আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা' লেখা দেখা যায়। এই বার্তা দেখতে পেয়ে স্থানীয় রাজনৈতিক কর্মী ও ছাত্র-জনতা ঘটনাস্থলে জড়ো হয়।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করা হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যাই। আওয়ামী লীগের সমর্থকরা এখনও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। জনগণ আর কখনোই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে মেনে নেবে না।’
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, 'পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তি রক্ষায় বদ্ধপরিকর।'
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫